হেফাজতের সঙ্গে আলোচনা হতে পারে, দুষ্কৃতিকারীদের ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ: হেফাজতের সঙ্গে আলোচনা হতে পারে তবে দুষ্কৃতিকারীদের কোনভাবেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার মানিক মিয়া এভিনিউর রাজধানী স্কুলে  আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যারা নাশকতা করেছে, তাণ্ডব, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, এর দায় তাদের নিতেই হবে।

তিনি বলেন, হেফাজত একটি অরাজনৈতিক দল, তারা কেন রাজনৈতিক কর্মসূচি দেন তা জানা নেই। হেফাজতের সঙ্গে আলোচনা হতে পারে। হেফাজত নেতারা বাসায় এসেছিলেন, আসতেই পারেন। তবে যারা নাশকতা, তাণ্ডব, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মানুষ মেরেছে, এর দায় তাদের নিতেই হবে, শাস্তি পেতেই হবে, ছাড় দেয়া হবে না। হেফাজত দেশের বিভিন্ন জেলায় যে তাণ্ডব চালিয়েছে তাদের চিহ্নিত করেই গ্রেপ্তার করা হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

ফটিকছড়িতে আশ্রয়ণ প্রকল্পে মসজিদ নির্মাণ কাজ শুরু

আনসারুল হক

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন ওবায়দুল কাদের

নূর নিউজ

‘যারা সরকারের ‌উন্নয়ন দেখে না তাদের মনটাই অন্ধ’

নূর নিউজ