১০ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লায় বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশনের অদূরে মালবাহী কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হয়। এ ঘটনার ১০ ঘণ্টা পর সোমবার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম-নোয়াখালী রেলরুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনার তদন্তে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় রেলওয়ে সূত্র জানায়, সোমবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৬০৪নং মালবাহী কন্টেইনার ট্রেনটি কুমিল্লার রাজাপুর রেলস্টেশনে প্রবেশের সময় হঠাৎ এর তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কুমিল্লার রেলওয়ে স্টেশন মাস্টার সফিকুল ইসলাম বলেন, এ দুর্ঘটনার কারণে সোমবার দিনভর ঢাকা-চট্টগ্রাম রেললাইনের শিডিউল বিপর্যয় ঘটে। বিপুল সংখ্যক যাত্রী বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

কুমিল্লাস্থ লাকসাম রেলওয়ে জংশনের উপ-সহকারী প্রকৌশলী মো. লিয়াকত আলী জানান, খবর পেয়ে লাকসাম আখাউড়া রেলওয়ে জংশন থেকে একাধিক উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে ১০ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।এ ঘটনার তদন্তে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াতের আমির

নূর নিউজ

জ্যৈষ্ঠ সাংবাদিক আব্দুস শহীদের ইন্তেকালে আলনূর কালচারাল সেন্টারের শোক

আনসারুল হক

বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তী সরকার

নূর নিউজ