২ হাজার কুরআন বিতরণ ফেনী প্রবাসী পরিবারের

বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের নিয়ে গঠিত ‘ফেনী জেলা প্রবাসী পরিবারে’র উদ্যোগে ২ হাজার কপি পবিত্র কুরআন ও কম্বল বিতরণ করা হয়েছে। সম্প্রতি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের জামেয়া এমদাদিয়া দক্ষিণ মধুয়াই মাদরাসায় করা হয়।

এসব কুরআন শরিফ ফেনীর ৪৩টি ইউনিয়নের প্রায় ৮৬টি মাদরাসায় পর্যায়ক্রমে বিতরণ অব্যাহত থাকবে। এছাড়াও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

কুরআন ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপ-পরিচালক মো. ইউসুফ আলী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মো. আবদুল হামিদ।

জামেয়া এমদাদিয়া দক্ষিণ মধুয়াই মাদরাসার হাফেজ রফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ও দৈনিক স্টার লাইন পত্রিকার সহ-সম্পাদক ও ফেনী জেলা প্রবাসী পরিবারের বাংলাদেশ প্রতিনিধি নজরুল মাহমুদুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, মধুয়াই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহজাহান, ২নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার মো. মাহফুজ মিয়া, ৩নং ওয়ার্ডের মেম্বার মো. হানিফ ও জামেয়া এমদাদিয়া দক্ষিণ মধুয়াই মাদ্রসার সাধারণ সম্পাদক লুৎফুর করিম সেলিম।

এছাড়া অনুষ্ঠানে সমাজসেবক মো. আবুল হাসান, কামরুল ইসলাম, হাজী রিয়াদ হোসেন ও ফেনী জেলা প্রবাসী পরিবারের অ্যাডমিন, মডারেটর ও সদস্য, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেনী জেলা প্রবাসী পরিবারের গ্রুপ ক্রিয়েটর কাতার প্রবাসী মিলন আহমেদ জানান, ফেনী জেলা প্রবাসী পরিবারের উদ্যোগে এরই মধ্যে ফেনীর ৬টি উপজেলায় প্রায় ৩ হাজার মাদরাসা ছাত্র ও এতিমদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়েছে।

তিনি জানান, আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জেলার ৪৩টি ইউনিয়নের প্রায় ৮৬টি মাদরাসায় পবিত্র কুরআন শরিফ বিতরণ করা হবে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের মাদরাসাগুলোতে কুরআন শরিফ পৌঁছে দেওয়া হবে।

এ জাতীয় আরো সংবাদ

রাসূল সা. এর আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে

নূর নিউজ

কাতারে বিশেষ সম্মাননায় ভূষিত মাওলানা ইউসুফ নূরকে আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশের অভিনন্দন

আনসারুল হক

রোজা ভাঙে না যেসব কারণে

নূর নিউজ