২২ সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে জমিয়ত

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবিতে আগামী ২২ সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকায় মহাসমাবেশ করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ (৩ সেপ্টেম্বর) পল্টনস্থ দলীয় কার্যালয়ে দলের খাস কমিটির মিটিংয়ে মহাসমাবেশ সফলের লক্ষ্যে সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীকে আহবায়ক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে সদস্যসচিব করে ২৫ সদস্যবিশিষ্ট একটি বাস্তবায়ন কমিটি গঠিত হয়।

বৈঠক শেষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, দেশ আজ কঠিন সংকটে নিপতিত। বর্তমান নির্বাচন ব্যবস্থার উপর জনগণের কোন আস্থা ও আগ্রহ নেই। বিদেশীদের নানা রকম তৎপরতাও এখন দৃশ্যমান। অবস্থাদৃষ্টে মনে হয় অনিশ্চিত এক গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছি আমরা। সরকারের একরোখা নীতির কারণেই আজ এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বভাবিক কারণে সরকারকে এর দায় নিতে হবে।

দলের সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী,সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার,সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব,সহ-সভাপতি এ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী,যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ,সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।

এ জাতীয় আরো সংবাদ

বৃষ্টি থেমে নোয়াখালীতে সূর্যের দেখা, কমতে শুরু করেছে পানি

নূর নিউজ

বাংলাদেশে বহিরাগত হস্তক্ষেপ সমর্থন করে না চীন: শি জিনপিং

নূর নিউজ

মেখল মাদরাসার পরিচালক আল্লামা নোমান ফয়জী ইন্তিকাল করেছেন

আলাউদ্দিন