৩ মে হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত

আবদুল্লাহ ফিরোজী
সাভার প্রতিনিধি

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত আগামী ৩রা মে সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফলে গতকাল ২৮ এপ্রিল সোমবার বাদ যোহর সাভার উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হেফাজত ঢাকা জেলা উত্তর আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি কেফায়াতুল্লাহ আজহারী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জাবের কাসেমী ও সহ-দফতর সম্পাদক মুফতি সিদ্দীকুল ইসলাম তোফায়েল।

হেফাজত ঢাকা জেলা উত্তরের সভাপতি হাফেজ মাওলানা আলী আকবর কাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যাংক কলোনি মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল্লাহ, শায়খুল হাদীস মুফতি সাঈদ আহমাদ লাকসামী, মাওলানা আনওয়ার হোসাইন কাসেমী, হেফাজত ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম, যমযমনূর গ্রুপের এমডি হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, মুফতি আলী আশরাফ তৈয়ব, মাওলানা ফারুক হোসাইন, মাওলানা শাহেদ জহিরী, মুফতি রফিকুল ইসলাম সর্দার, মুফতি আমিনুল ইসলাম কাসেমী, মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী, মুফতি নাজমুল হাসান বিন নূরী, মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মুফতি সুলতান মাহমুদ, মাওলানা সালাহ উদ্দিন, মুফতি ফেরদাউস মাহমুদ, মুফতি আবদুল্লাহ ফিরোজী, মুফতি মারজানুল বারী সিরাজী প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, ফ্যাসিবাদী আমলে শাপলা চত্বরে গণহত্যা, মোদিবিরোধী আন্দোলনে হত্যাসহ বিভিন্ন সময় হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং হেফাজত ইসলামের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শাপলা ও জুলাই জেনোসাইডের অপরাধে আওয়ামীলীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করতে হবে।
সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনায় বহুত্ববাদের প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করে নেতৃবৃন্দ বলেন, এই প্রস্তাবনা বাতিল করে আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহীম সংযোজন করতে হবে।

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনায় আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামী উত্তরাধিকার ও পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ বলে উল্লেখ করা হয়েছে। এই প্রস্তাবনা বাতিলের পাশাপাশি পুরো কমিশন বাতিল করতে হবে। প্রস্তাবিত নারীনীতি বাতিল না হলে, ২০১৩ সালের মতো আবারও রাজপথে তৌহিদি জনতার গণবিস্ফোরণ ঘটবে। ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো নীতিমালা এদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

তারা আরও বলেন, প্রতিটি সরকার ক্ষমতায় যাওয়ার আগে ইসলামের প্রতি আনুগত্য প্রদর্শন করলেও পরে কুরআন-সুন্নাহ বিরোধী নীতিমালা বাস্তবায়নে লিপ্ত হয়। ইন্টেরিম গভর্নমেন্ট যদি সেই পথে হাঁটার চেষ্টা করে, দেশের জনগণ তা মেনে নেবে না। ফিলিস্তীন ও ভারতে মুসলমানদের ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি যথোপযুক্ত পদক্ষেপ নিতে আহ্বান জানান তারা।

এ জাতীয় আরো সংবাদ

পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ, সাবেক যুগ্মসচিবের বিরুদ্ধে মামলা

নূর নিউজ

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী বিক্ষোভের আহ্বান এনসিপির

আনসারুল হক

বাংলা একাডেমি প্রাঙ্গণে এবার ১৪ দিনের বৈশাখী মেলা

নূর নিউজ