৭ মাসে কোরআন হিফজ করল ৮ বছরের শিশু মাহফুজা আক্তার!

রাজবাড়ীর কালুখালি উপজেলার মাহফুজা আক্তার নামে ৮ বছরের এক শিশু মাত্র ৭ মাসে পবিত্র কোরআন হিফজ সম্পূর্ণ করেছেন। কম বয়সে অল্প সময়ের মাঝে হিফজ সম্পূর্ণ করায় ওই এলাকাসহ চারপাশে মাহফুজের আলোড়ন ছড়িয়ে পড়েছে।

মাহফুজা আক্তার কালুখালি উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের মোহনপুর গ্রামের মো. হামিদুর রহমানের মেয়ে।

কালুখালি উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোহনপুর গ্রামের মোহনপুর হালিমাতুস সাদিয়া মহিলা মাদরাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী। সেই মাদরাসাতেই পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে এ শিশু।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের আগস্ট মাসের শেষ দিকে হালিমাতুস সাদিয়া মহিলা মাদরাসাতে ভর্তি হোন মাহফুজা আক্তার। হিফজ করার আগে একই মাদরাসা থেকেই মাত্র ১০ মাসে পবিত্র কোরআন দেখে দেখে, সহিহ-শুদ্ধভাবে তেলাওয়াত করা শেখে।

এরপর ২০২২ সালের ১ জুলাই থেকে সে ছবক শুরু করে এবং ২০২৩ সালের জানুয়ারি মাসের ৩১ তারিখে শেষ করে। মাত্র সাত মাস সময়ে পূর্ণ কোরআন মুখস্ত করে ফেলে সে। প্রথম দিকে সে ৫ থেকে ৭ পৃষ্ঠা মুখস্ত করলেও শেষের দিকে এসে ১৮ থেকে ২০ পৃষ্ঠা করে পড়েছে।

মোহনপুর হালিমাতুস সাদিয়া মহিলা মাদরাসা প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহমান সোহান বলেন, হিফজ শুরু করার পরই আমরা মাহফুজার মাঝে মেধা আছে অনুভব করি। সে মাত্র ৭ মাসে হিফজ সম্পন্ন করেছে। তবে সে খুব ভদ্র ও শান্ত প্রকৃতির মেয়ে।

তিনি জানান, নুরানী ও নাজেরা শাখায় পড়াশোনা শেষ করতে সময় লাগে প্রায় তিন বছর। সেখানে তার সময় লেগেছে মাত্র ১০ মাস। ১০ মাস নাজরানা বিভাগে পড়ার পর কোরআনের সবক নেয় মাহফুজা আক্তার। এরপর মাত্র ৭ মাসে পবিত্র কোরআন হিফজ করে সে।

মাহফুজার আন্তরিক চেষ্টা, প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাদের প্রচেষ্টা ও পরিবারের সহযোগিতায় আল্লাহর রহমতে সে এই মহা পুরস্কারে ভূষিত হয়েছে। সে যেন বড় হয়ে ইসলাম ও দেশের সেবা করতে পারে। মাহফুজার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

এ জাতীয় আরো সংবাদ

ঢাকায় সম্পন্ন হবে হজ যাত্রীদের ইমিগ্রেশন

নূর নিউজ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল

নূর নিউজ

শেখ হাসিনা আছেন বলেই দেশে শান্তি আছে: তথ্য প্রতিমন্ত্রী

নূর নিউজ